ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন ৭ উপজেলার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন ৭ উপজেলার মানুষ

সুনামগঞ্জ: সারা দেশের সঙ্গে সুনামগঞ্জেও  পালিত হচ্ছে ঈদুল আজহা।   রোববার (১০ জুলাই) সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ ঈদগাহ ময়দানে প্রথম জামাতের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা।

ঈদুল আজহার নামাজ শেষে সামর্থবানরা পশু কোরবানি করেন।

এদিকে সুনামগঞ্জে ১৩ লক্ষাধিক মানুষের মধ্যে ঈদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে।   নদ-নদীর পানি কমলেও ঘর-বাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় এবং ঘর-বাড়ি এখনো কর্দমাক্ত থাকায় সুনামগঞ্জের সাত উপজেলা- সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর জগন্নাথপুর, দিরাই, শাল্লায় সাত হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন।
আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন জানান, বানের পানিতে ঘর-বাড়ি ভেসে গেছে।   সেই জন্য আশ্রয় কেন্দ্রেই আমাদের ঈদ করতে হচ্ছে।

জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুনামগঞ্জের সাতটি উপজেলার ৭ হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন।   তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারেন সেই জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১০,  ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।