ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
কটিয়াদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১৭ জুলাই) দিনগত রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঁচলগোটা বাসস্ট্যান্ড এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়।  

নিহত রিটন মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি এলাকার বাদল মিয়ার বাড়ি থেকে ফিরছিলেন রিটনসহ কয়েকজন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রিটনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রিটনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৮ জুলাই) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।