ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আহতদের আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আহতদের আর্থিক সহায়তা

নোয়াখালী: চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় আহতদের সাত পরিবারকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন নোয়াখালী-৪ (সদর-সূবর্নচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা আহতদের প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা অর্থ সহায়তা দেন তিনি।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাকে ব্যথিত করেছে। এটি নিহত ও আহতদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি ঘটনাটি শুনে হাসপাতালে ছুটে গিয়েছি। আহত পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পবিারগুলো খুবই অসহায় এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।