ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে পিসিজেএসএস-ইউপিডিএফ গুলিবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
বাঘাইছড়িতে পিসিজেএসএস-ইউপিডিএফ গুলিবিনিময়

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের গুলিবিমিয়ের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে এমন তথ্য জানান  রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ওবায়দুর রহমান।

জানা গেছে, শুক্রবার সকালে বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম উত্তর জারুলছড়ি দুলুবনিয়া এলাকায় পিসিজেএসএস এবং ইউপিডিএফ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিনিময় করে। তবে স্থানীয়রা উভয়পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করলেও এ ব্যাপারে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ওবায়দুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।