ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪৩১, ১৯ জুন ২০২৪, ১১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে ১০ কেজি স্বর্ণসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
চুয়াডাঙ্গা সীমান্তে ১০ কেজি স্বর্ণসহ আটক এক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার জব্দ করেছেন।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে ওই সোনার বারগুলো জব্দ করে বিজিবি।

সোনার বারগুলো একটি মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ছিল।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওত পেতে থাকেন।

এ সময় একটি মোটরসাইকেলে চড়ে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করেন তারা। লোকটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।  

আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।