ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও প্রইভেটকারসহ সোহাগ মিয়া (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর বেনাপোল হাইওয়ের কাগজ পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বেনাপোল এলাকা দিয়ে কালো রঙের একটি প্রাইভেটকারে করে মাদকের চালান যাবে। এর ভিত্তিতে বেনাপোল যশোর হাইওয়ের কাগজ পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহবসত একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। এ সময় প্রাইভেটকাটি তল্লাশি চালিয়ে চার হাজার ৯৯৬ পিচ ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা জব্দসহ সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।