ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাসানচর থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা সুবর্ণচরে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ভাসানচর থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা সুবর্ণচরে আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গা নাগরিককে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলায় আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে শুক্রবার মধ্য রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে।
 
আটক রোহিঙ্গারা হলেন- ৮৪ নম্বর ক্লাস্টারের এরশাদ উল্লাহ (৩২), খোদেজা বেগম (২৮), মো. শাহেদ (১০), রোসমিন আক্তার (১৫), মো. হাসান, সেতারা বেগম (২৭), মো. তোফায়েল (১)।

পুলিশ জানায়, নারী ও শিশু সহ সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানায়। বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়। পুলিশ শনিবার সকাল ৯টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।