ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে কোমলপানীয় ভেবে কিশোরের বিষপান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
গাংনীতে কোমলপানীয় ভেবে কিশোরের বিষপান

মেহেরপুর: কোমলপানীয় ভেবে এনার্জি ড্রিংকসের বোতলে রাখা বিষ পান করে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর এখন মৃত্যুশয্যায়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে। আব্দুল্লাহ গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের সিরাজ আলী পোদ্দারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী বলেন, কিশোর আব্দুল্লাহর বাবা মাঠের জমিতে আগাছা নাশক (বিষ) দিয়ে বাকিটুকু এনার্জি ড্রিংক এর বোতলে রেখে দিয়েছিলেন।
আব্দুল্লাহ বোতলে রাখা ওই বিষকে কোমল পানীয় ভেবে পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আব্দুল্লাহর শরীর থেকে বিষ বের করা  হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।