ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতকে মেডিকেল ভিসা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ভারতকে মেডিকেল ভিসা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা: ভারতে চিকিৎসার লক্ষ্যে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (২২ নভেম্বর) ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাকআষাঃকালে তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

এ সময় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে তিনি বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদের জন্য ভিসা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় নতুন হাইকমিশনার প্রতিমন্ত্রকে আশ্বস্ত করে বরেন, তারা (ভারত) দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করবেন।

উল্লেখ্য, প্রণয় কুমার ভার্মা গত ২১ সেপ্টেম্বর ঢাকায়  ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়:২০২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।