ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের সম্মেলন উপলক্ষে রাজধানীজুড়ে আলোকসজ্জা

তাবারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আ’লীগের সম্মেলন উপলক্ষে রাজধানীজুড়ে আলোকসজ্জা ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বড় ও ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীব্যাপী চলছে আলোকসজ্জার কাজ। ইতোমধ্যে সড়কের মোড়ে মোড়ে বসানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ছোট-বড় ব্যানার ফেস্টুন।


 
আগামী ২২ ও ২৩ অক্টোবর নগরীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক সম্মেলন।
 
সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী ঘুরে দেখা যায়, সম্মেলন উপলক্ষে রাজধানীর প্রধান মোড়গুলোতে বসানো হচ্ছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ব্যানার ফেস্টুন।

সম্মেলন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির পক্ষ থেকেও এসব আলোকসজ্জার কাজ করা হচ্ছে।
 
এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড, ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার, বনানী, মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে ব্যাপক আলোকসজ্জার কাজ করা হয়েছে।
 
অন্যদিকে, বিভিন্ন মোড়ে মোড়ে ও ফুটওভার ব্রিজে জমকালো আলোকবাতি স্থাপন করা হয়েছে। আলোকসজ্জা দিয়ে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাও। আলোকসজ্জা দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসির ৭ মার্চের ভাষণের প্রতীকৃতি তৈরি করে বিভিন্ন এলাকায় বসানো হয়েছে।
 
এছাড়া গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশে বসানো হয়েছে অসংখ্য রঙিন বাতি।
 
কারওয়ান বাজার এলাকায় রাত ২টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিনের সৌজন্যে ব্যানার সাটানোর কাজ করছিলেন আব্দুল মজিদ।
 
তিনি জানান, ফকির মহিউদ্দিনের পক্ষ থেকে ঢাকা উত্তর আওয়ামী লীগ এলাকা জুড়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি দিয়ে তৈরি করা হয়েছে ১৫০টি ব্যানার। গত দু’দিন ধরে চলছে এসব ব্যানার লাগানোর কাজ।
 
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।