ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। কয়েকটি শহরে বার্ষিক কার্নিভাল অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

রাজ্যের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি।  

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, চারপাশ পানিতে তলিয়ে গেছে। সড়ক প্লাবিত হয়েছে। বাড়িঘর ভেসে যাওয়ার পর ধ্বংসাবশেষ রয়ে গেছে।

উদ্ধার দল লোকজনকে উদ্ধার এবং সড়ক পরিষ্কার করার চেষ্টা করছে। রোববার কয়েকটি এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত শহর সাও সেবাস্তিয়াওয়ের মেয়র ফিলিপি অগাস্তো বলেন, উদ্ধার ও অনুসন্ধান দল অনেক জায়গায় যেতে পারছে না। খুবই বিশৃঙ্খল পরিস্থিতি।  

তিনি বলেন, আমরা এখনও ক্ষতি পরিমাপ করতে পারনি। লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি।  

তিনি জানান, শহরের বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ৫০টির মতো বাড়ি ভেঙে ভেসে গেছে। পরিস্থিতি চরম সংকটপূর্ণ।  

রাজ্য সরকার বলছে, সাও সেবাস্তিয়াওয়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

৮০ কিলোমিটার উত্তর-পূর্বের উবাতুবা শহরের মেয়র বলেন, এক কিশোরী মারা গেছে। শতশত মানুষ ঘরছাড়া।  

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ফলহা দে সাও পাওলো নামক সংবাদপত্রকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।