ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতের পরিস্থিতি খারাপ হচ্ছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বাখমুতের পরিস্থিতি খারাপ হচ্ছে: জেলেনস্কি

রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা যা রয়েছে, শত্রুরা তার সবকিছু ধ্বংস করছে।

রাশিয়ান বাহিনী ছয় মাসেরও বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা করছে।

ইউক্রেনের নেতার মন্তব্য এমন সময় এসেছে যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন সোমবার কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে সতর্ক করেছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানেত ইয়েলেন। ঠিক ওইদিনই বাখমুতের অবস্থার বিষয়ে এমন তথ্য দিলেন জেলেনস্কি।

এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়ে যেসব অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে দোনেৎস্কের বাখমুত সেগুলোর একটি। শহরটির একটি অংশ রাশিয়া ও তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্প্রতি রাশিয়ান বাহিনীর শিল্প শহরটি দখলের প্রচেষ্টা তীব্র হয়েছে। ইতোমধ্যে শহরের স্থলভাগ নিজেদের নিয়ন্ত্রণেও নিয়েছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নবাদী নেতা ডেনিস পুসিলিন বলেছেন, ‘বাখমুত শহরের প্রায় সব রাস্তা আমাদের নিয়ন্ত্রণে। ’

বাখমুতের পরিস্থিতি জানাতে গিয়ে সোমবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার আক্রমণে পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছে। ’

তিনি সেনাদের বীরত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এসময় ইউক্রেনে আধুনিক যুদ্ধ বিমান পাঠাতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘যুদ্ধ বিমানের মাধ্যমে আমাদের দেশের সমগ্র অঞ্চল রাশিয়ান সন্ত্রাস থেকে রক্ষা করা যাবে। ’

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।