ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ: হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে রহিমা আক্তার ওরফে হারানী (৬২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় অপর একটি ধারায় ফেনসিডিল রাখার দায়ে একই আসামিকে তিন বছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আসামির উপস্থিতিতে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত রহিমা আক্তার সিরাজগঞ্জ পৌরসভা এলাকার মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।  

ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ আগস্ট মাহমুদপুর মহল্লা থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনডিলসহ রহিমা আক্তার ওরফে হারানীকে গ্রেফতার করে পুলিশ।  এ ঘটনায় সদর থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।