ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ৩১, ২০২২
বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. হাসমত আলী (৪২)। তিনি ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বাংলানিউজকে জানান, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে তার বাবা ছামেদ আলীর কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে হাসমত তার তার বাবাকে মারধর শুরু করে। একপর্যায়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘারে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ছামেদ আলীর মৃত্যু হয়। এর পরই মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে আটক করে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরদিন হাসমতের মা বাদী হয়ে ছেলে হাসমতকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গ্রেফতার হওয়ার পর থেকে হাসমত আলী জেল হাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ৫১১০ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।