ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৮, ২০২২
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন 

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক দু’টি ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে জরিমানা দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুন) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজহুর সেতু এলাকা থেকে তুলে নিয়ে শহরতলীর আম্বর পয়েন্ট এলাকায় দলবদ্ধ হয়ে ধর্ষণ করে কয়েক বখাটে। এ ঘটনায় মেয়ের বাবার করা মামলায় দীর্ঘদিন শুনানি শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া, আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া ও আব্দুস ছালামের ছেলে শামীম মিয়া।  

এছাড়াও একই বছর ছাতক থানাধীন দিঘলী চানপুর গ্রামের এক মাদরাসার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজন মিয়া নামে আসামিকে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা করা হয়।  

রায় ঘোষণার আসামিদের কারাগারে পাঠানো হয়।  

আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসআইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।