ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে রাজমিস্ত্রি হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
সিলেটে রাজমিস্ত্রি হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে আলোচিত রাজমিস্ত্রি নজরুল ইসলাম হত্যা মামলায় এক আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। পাশাপাশি রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভুঁইয়া এ রায় দেন।

দণ্ডিত আব্দুল মুবিন লিটন (১৮) বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের মুহিব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্রে জানায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলামকে মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি বের করে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে নন্দিরফল গ্রামের রাস্তা থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। নিহত নজরুলের স্ত্রী ও ৪ মেয়ে রয়েছেন।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বিয়ানীবাজার থানার মামলা (নং-২৬(১২)১৯) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম ভূঁইয়া মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ওই বছরের ৩১ ডিসেম্বর আব্দুল মুবিন লিমনকে গ্রেফতার করেন। ওই দিনেই লিমন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিমের আদালতে হত্যার ঘটনায় জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট নং-৮৯) দাখিল করেন। এরপর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি একমাত্র আসামি লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২৭ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে লিমনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফাঁসির রায় দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুর রহমান আফজাল এবং আসামি পক্ষের অ্যাডভোকেট মো. সুরুজ আলী।

বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় অভিযুক্ত একমাত্র আসামির ফাঁসির আদেশ হওয়াতে নিহতের পরিবার ন্যায় বিচারক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।