ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দালাল প্লাসের গ্রাহকদের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে রিট 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
দালাল প্লাসের গ্রাহকদের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে রিট 

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস এর গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা এক কোটি ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস এর গ্রাহক মোরশেদ নোমানসহ ৪১ জন গ্রাহক গতবছর মে, জুন ও জুলাই মাসে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য টাকা পরিশোধ করে। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় ৪১ জন গ্রাহকের এক কোটি উনচল্লিশ লাখ টাকা পেমেন্ট গেটওয়ে এস এস এল এবং সূর্য পে  এর অ্যাকাউন্টে আটকে আছে। বিদ্যমান আইন অনুযায়ী কোনো ই কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।  

কিন্তু কোনো কুল কিনারা করতে না পেরে তারা হাইকোর্টে রিট করেন বলে জানান আইনজীবী হুমায়ন কবির পল্লব।

রিটে বাণিজ্য সচিব, অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনসহ ১৬ জনকে বিবাদী করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।