ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দেবেন ইলেকট্রনিক পদ্ধতিতে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দেবেন ইলেকট্রনিক পদ্ধতিতে 

ঢাকা: পহেলা আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ইলেক্ট্রনিক পদ্ধতিতে দিতে হবে।

বুধবার (০৬ জুলাই) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী আগামী ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দেবেন।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দেওয়া কার্যকর করার জন্য সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্য-প্রযুক্তি (আইটি) শাখায় গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
ইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।