ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মহাসড়কে মোটরসাইকেল চলাচল করায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
মহাসড়কে মোটরসাইকেল চলাচল করায় মামলা

বগুড়া: ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা মানাতে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

শুক্রবার (০৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর উপজেলার চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।

এ সময় ৪ মামলায় মোট দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে দুর্ঘটনা এড়াতে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এজন্য নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের অর্থদণ্ড দিয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিআরটিএ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, এপিবিএন ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।