ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ফরিদপুরে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ফরিদপুর: সারা দেশের ন্যায় ফরিদপুরেও বছরে প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।  

রোববার (১ জানুয়ারি) ফরিদপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন বই বিতরণ কার্যক্রম।

শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।

এ দিকে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।  

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।

বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিফট ইনচার্জ মো. শাহাদাত হোসেন।  

বছরের প্রথম দিন নতুন বই বিতরণকে ঘিরে স্কুলটিতে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে যায় শিক্ষক-অভিভাবকদেরও।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।