ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধা নিহত

চাঁদপুর: চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় লজ্জাতুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লজ্জাতুন্নেছা কল্যাণপুর ইউনিয়নের রঙের গাঁও গ্রামের চকের মোড় এলাকার বাসিন্দা আলী বকাউলের স্ত্রী।  

বৃদ্ধার ছেলে নাসির বকাউল জানান, সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তার মা বাড়ি থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জোনাল অফিসে আসেন। এসময় বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বাংলানিউজকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।