ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় যুব অলিম্পিক গেমস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
বরগুনায় যুব অলিম্পিক গেমস শুরু

বরগুনা: বরগুনা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্দোগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বরগুনা স্টেডিয়ামে যুব গেমস এর উদ্ভোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুর রহমান।

জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।

উদ্ভাধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

আজ (০২ জানুয়ারি) থেকে আগামী ০৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এ গেমসে ছয়টি করে পুরুষ ও নারী উপজেলা দল ছাড়াও কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথেলটিকস, সাতার, দাবা প্রতিযোগিরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।