ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে স্পিনিং মিলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
কালীগঞ্জে স্পিনিং মিলে আগুন ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরগানা উত্তরপাড়া এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আবু বক্কর জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর কালীগঞ্জ, পলাশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

তিনি বলেন, আগুনে টিনশেডের ওই স্পিনিং মিলের তুলা, সুতা ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮, জানুয়ারি ০৬, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।