ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ব‍্যবসায়ী কালাম হত্যার ঘটনায় মামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
গৌরীপুরে ব‍্যবসায়ী কালাম হত্যার ঘটনায় মামলা, আটক ১

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় ব‍্যবসায়ী আবুল কালাম হত‍্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জিল্লুর রহমান ওরফে জিলু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক র‍্যাব-১৪।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় এ হত্যার ঘটনায় মামলা করেন। তাতে জিল্লুর রহমানকে ৪ নম্বর আসামি করা হয়।

এর আগে এদিন ভোরে নেত্রকোনার আটপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে জিল্লুর রহমানকে আটক করে র‍্যাব-১৪।

আটক জিল্লুর রহমান উপজেলার সহনাটি ইউনিয়নের পাচপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বাংলানিউজকে জানান, নিহত আবুল কালামের (৫০) সঙ্গে আসামি জিলু গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪ জানুয়ারি আবুল কালাম তার ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছিল। এ সময় আসামিরা ওই বিরোধের জেরে আবুল কালামের ওপর হামলা চালিয়ে হত‍্যা করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, হত‍্যা মামলায় জিলুকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ হত‍্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।