ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতের কম্বল বিনামূল্যে গুলশানের একটি বাড়িতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
শীতের কম্বল বিনামূল্যে গুলশানের একটি বাড়িতে পরিচয় আড়ালে রেখে গোপনে এমন মানবিক কাজ করে যেতে চান এ বাড়ির বাসিন্দারা।

রাজধানী ঢাকার গুলশানের একটি বাড়ির সামনের ফটকে বড় বড় হরফে লেখা একটি ব্যানার। যাতে লেখা আছে ‘এই বাড়ীতে শীতের কম্বল বিনামূল্যে দেওয়া হয়।

’ 

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কনকনে শীতের মধ্যে কারো যদি কম্বলের প্রয়োজন হয় তবে তিনি এই বাড়িতে আসলে বিনামূল্যে কম্বল দেওয়া হচ্ছে। এমন অসাধারণ একটি উদ্যোগের ফলে সাধারণ খেটে-খাওয়া মানুষের অনেক উপকার হচ্ছে। বিশেষ করে যারা রাত জেগে নাইটগার্ডের চাকরি করেন, রিকশা চালান বা রাস্তার ধারে শুয়ে থাকেন ছিন্নমূল-  এমন শীতার্ত মানুষের জন্য এউদ্যোগ নেওয়া হয়েছে।  

গুলশান-১ নম্বরের বাড়িটির বাসিন্দারা নিজেদের পরিচয় আড়ালে রেখে গোপনে এমন মানবিক কাজ করে যেতে চান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।