ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল শিশুর মরদেহ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে মুরাদ নামে ১১ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু মুরাদ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ি গ্রামের দারুল ইসলামের ছেলে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদরাসায় পড়তো।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মুরাদ বুধবার (৩ মে) বিকেলে আসরের নামাজের পরে মাদরাসা থেকে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার (৪ মে) সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ ভুট্টা ক্ষেতে দেখতে পায়। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  

ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।