ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ঢেপা নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নে নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
দিনাজপুরে ঢেপা নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নে নিখোঁজ 

দিনাজপুর: দিনাজপুরের ঢেপা নদীতে গোসল করতে নেমে মিম (১৬) ও ইব্রাহিম (১৩) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

রোববার (২ জুলাই) দুপুর ১২টার দিকে জেলার কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় শ্যামগড় ঘাটে এ ঘটনা ঘটে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিখোঁজ মিম বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পাল্টাপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আর ইব্রাহিম একই ইউনিয়নের দ্বীপনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিখোঁজ মিমের চাচা আতিকুর রহমান বলেন, রোববার দুপুরে মিম, ইব্রাহিম ও একই এলাকার শফির উদ্দীনের ছেলে আল আমিন শ্যামগড় ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে মিম ও ইব্রাহিম গভীর পানিতে তলিয়ে যায়। এসময় আল আমিন সাঁতরে শ্যামগড় ঘাটের অপর প্রান্তে উঠে। খবর পেয়ে আমরা এখানে আসছি। এখনও পর্যন্ত ওদের উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, দুপুর সোয়া ১২টায় সংবাদ পাই যে, কাহারোল উপজেলার শ্যামগড় ঘাটে দুজন কিশোর পানিতে তলিয়ে গেছে। আমরা তাৎক্ষণিক দুটি টিম ঘটনাস্থলে আসি। পরে রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।