ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ৮৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নীলফামারীতে ৮৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নীলফামারী: নীলফামারীতে ৮৯ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম (৩৩) নামে এক যুবককে আটক রেছে পুলিশ।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক রহিম লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকারপাড়া গ্রাম থেকে সন্দেহভাজন মোটরসাইকেলের এক আরোহী রহিমকে তল্লাশি করা হয়। সেসময় তার কাছ থেকে ৮৯ বোতল ফেনসিডিল পেয়ে জব্দসহ তাকে আটক করা হয়। তবে লিটন হোসেন (২৬) নামে তার সঙ্গে থাকা আরেক আরোহী পালিয়ে যান। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।