ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে আতঙ্ক, হুড়োহুড়ি করে বের হলেন সবাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সচিবালয়ে কর্মচারীদের মধ্যে আতঙ্ক, হুড়োহুড়ি করে বের হলেন সবাই

ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে হামলার গুজবে মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার আগেই তাড়াহুড়ো করে বের হয়ে যান সবাই।

 

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের রাতে (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর একদিন পর মঙ্গলবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্ক নিয়ে সচিবালয় প্রবেশ করছেন। সচিবালযে নিরাপত্তাও ছিল ঢিলেঢালা। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কিছুটা কম ছিল।

বাংলাদেশ সচিবালয়ে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর এখানে। বেলা ১১টার দিকে গুজব ছড়িয়ে পড়ে সচিবালায় হামলা হতে পারে। এই খবরে হুড়োহুড়ি করে বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১২টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে যায় সচিবালয়।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সচিবালয়ে মাত্র তিনজন সচিব অফিস করেছেন। তবে সচিবদের কোনো নির্দেশনা না থাকায় কর্মচারীরাও কাজে বসতে পারেননি।

একাধিক কর্মচারী জানান, তারা আতঙ্কে বের হয়ে যাচ্ছেন। কখন কী হয়, এজন্য রিস্ক নিতে চান না।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার (০৫ আগস্ট) সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসলে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চেলে যান।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমআইএইচ/জিসিজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।