ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শিগগিরই শুরু হবে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শিগগিরই শুরু হবে 

ঢাকা: বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম শিগগিরই সীমিত পরিসরে শুরু হবে। ভিসার জন্য আবেদন করা ব্যক্তিদের মধ্যে যাদের পাসপোর্ট আটকে আছে, তাদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।

শুক্রবার (৯ আগস্ট) পাঠানো এসএমএসয়ে  বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন। ’
 
উল্লেখ্য, গত ৭ আগস্ট  পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি।

আইভিএসির ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪ 
টিআর/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।