ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে মো. খলিল হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে মাছ ধরতে যান খলিল। কিছু সময় পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।