ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার আয়োজনে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা মহানগরীর বায়তুন নুর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ, আল শাহরিয়ার, সেন্ট্রাল ল কলেজের প্রতিনিধি আহাম্মদ আমীন রাহাত, বিএল কলেজের প্রতিনিধি শাহরিয়ার হৃদয়, অলিভি, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের প্রতিনিধি মো. তারেক ও মিরাজুল ইসলাম ইমন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ শান্ত, সুন্দরবন কলেজের প্রতিনিধি নাঈম ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। এ দুটি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিচারবহির্ভূত যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে। কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দেওয়া হোক।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আন্দোলনের মেজাজের নামে স্বৈরাচার পতনের পরেও কিছু শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহার করে যে কার্যকলাপ করছে তা বন্ধ করা উচিত। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নাম ব্যবহার করে যে  ধরনের ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এটা বন্ধ করা উচিত। তা না হলে আমাদের এ আন্দোলনের সফলতা নস্যাৎ হয়ে যাবে। চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে হত্যার নেতৃত্বে যে ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. জালাল মিয়া ছিল তা তার গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত। আমরা একইসঙ্গে বলতে চাই জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে বিচারবহির্ভূতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটাও আমরা প্রশ্রয় দেই না। যে কেউ অপরাধ করলে তাকে আইনে আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।