ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শত কোটি টাকা চাঁদা দাবি

আজিজ-বেনজীর-হারিস-জোসেফের নামে মামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আজিজ-বেনজীর-হারিস-জোসেফের নামে মামলা

ঢাকা: শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহম্মেদ, তার ভাই হারিস ও জোসেফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে এ মামলা করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান।

এ বিষয়ে বাদীর আইনজীবী যোবায়ের আহম্মেদ ভুইয়া, মোস্তাফিজুর রহমান মুকুল, রফিকুল ইসলাম জনি, আবদুল্লাহ আল আরিফ সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. আলী হায়দার কামাল ঘটনার বিষয় সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‌্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারও ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ফোনে ভিডিও কলের মাধ্যমে হারিস ও জোসেফের সঙ্গে কথা বলিয়ে দেন। এ সময় আসামি হারিস ও জোসেফ বাদীর কাছে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। এ সময় ৫ নম্বর আসামি বলে চাঁদার টাকা না দিলে কিন্তু আপনি ভুল করবেন। টাকা না দিলে আপনার হায়াত শেষ। আপনি আজিজ স্যার ও বেনজীর স্যারের হিট লিস্টে আছেন। আরও বলা হয়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন, ওই সময় বিমানের ভিতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে র‌্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।