ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরস্ক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ছাত্র আন্দোলনে আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরস্ক ছাত্র আন্দোলন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাত বাংলাদেশিকে চিকিৎসা দেবে তুরস্ক।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এ সিদ্ধান্ত নেয়।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পরে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের টেলিফোন সংলাপকালে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।  

এরপ্রেক্ষিতে তুরস্কের একটি প্রতিনিধিদল ১৩-১৫ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় নির্বাচন ব্যবস্থা, আর্থিকখাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।