ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বেইলি ব্রিজের পাটাতন খুলে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান: বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান-রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় ব্রিজটির পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এ সময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বান্দরবান বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, পাটাতন খুল যাওয়া বেইলি ব্রিজটি দ্রুত মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।