ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার তিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
পাবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার তিন মেহেদী, সাজিদ ও হারুণ

ঢাকা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১১ ডিসেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাদের শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও শালগাড়িয়া ফরেস্ট পাড়ার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।  

জানা গেছে, মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম 'ফাইন্ড মাই অ্যাডভোকেটে' যোগাযোগ করেন। পরে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে যোগাযোগ করে। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে স্থানীয় থানাকে জানায় এবং ভুক্তভোগী তরুণীকে দ্রুত আইনি সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশনা দেয়। দলবদ্ধ ধর্ষণের এ মামলাটি তদারক করছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, ভুক্তভোগী তরুণী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী। ২০২২ সালে কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের চাপে মেহেদী অন্যত্র বিয়ে করায় ২০২৪ সালের মে মাসে তাদের সম্পর্ক ছিন্ন হয়।

এ অবস্থায় গত সোমবার (০৯ ডিসেম্বর) রাতে তার সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে রাত সাড়ে ৯টার দিকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়৷ পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। পরে অবস্থা বেগতিক দেখে তরুণীকে তারা একটি অটোরিকশায় তুলে দিয়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে ওই ছাত্রী।

তিনি আরও জানান, ‘বুধবার (১১ ডিসেম্বর) সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ’

আজ সন্ধ্যার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।