ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সেলিম

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সেলিম পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পাথরঘাটার সাংবাদিক আমিন সোহেল ও সাধারণ সম্পাদক মুহম্মদ নজমুল হক সেলিম নির্বাচিত হয়েছেন।

 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে নির্বাচন শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা এফএম জাফর সাদিক নির্বাচনী ফলাফল ঘোষণা করে। অন্য দুই নির্বাচন কর্মকর্তা হলেন পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম ও বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান।

‎এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষন কর্মকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম (কাজী রাকিব), অর্থ সম্পাদক মানবকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক (বাংলানিউজ) পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।