ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের প্রশ্নে ‘সুশীল’ থাকার সুযোগ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মুক্তিযুদ্ধের প্রশ্নে ‘সুশীল’ থাকার সুযোগ নেই ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন তুরিন আফরোজ/ছবি: বাংলানিউজ

ঢাকা: মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই। ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার পরে আপনার অবস্থান হয় বাংলাদেশের পক্ষে না হয় পাকিস্তানের পক্ষে। এখানে সুশীল থাকার কোনো সুযোগ নেই। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের পুরনো ভবনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের আজীবন লড়াই চলবে।

যারা এই লড়াইয়ে বিরোধিতা করবে তাদের বাংলাদেশ থেকে বের করে দিতে হবে।  

বিএনপির সঙ্গে জামায়াতের আঁতাত ও মুক্তিযুদ্ধকালীন জিয়া পরিবারের সঙ্গে পাকিস্তানিদের ঘনিষ্ঠতার নানা ইঙ্গিত করে এর তীব্র নিন্দা ও ঘৃণা জানান তিনি।  

তুরিন আফরোজ বলেন, মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগ যদি সম্মান করতে হয় তাহলে আমাদের আজীবন লড়াই করতে হবে। সত্য প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন।  

জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্যর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।