ঢাকা: বিজ্ঞান জাদুঘরে গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিজ্ঞান জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।
মহাকাশের গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণ করতে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার দিবাগত রাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির ২৫ জন ইমামসহ ৩০ জন এই কর্মসূচিতে অংশ নেন।
এ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মহাকাশ বিজ্ঞান বর্তমানে পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় নতুন যুগের সূচনা করেছে। কোটি কোটি মাইল দূরে অবস্থিত গ্রহ, নক্ষত্র পর্যবেক্ষণের এ সুযোগ নিতে সবাইকে অনুরোধ জানান তিনি।
বর্তমানে মেঘমুক্ত আকাশে মঙ্গল, শনি, বৃহস্পতি গ্রহ ও তাদের উপগ্রহগুলি দেখা যাচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এসএমএকে/এমজেএফ