নীলফামারী: নীলফামারী ৮ চোরাই গরুসহ ময়নুল ইসলাম (৩০) নামে চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদ-উন-নবী বাংলানিউজকে বিষয়টি জানান।
গ্রেফতার ময়নুল সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলী নলসাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গরু চোর চক্রের সর্দার বলে জানা গেছে।
সদর থানার মাহমুদ-উন-নবী জানান, বুধবার (০৯ ডিসেম্বর) রাতে জেলা সদরের চড়াইখোলা গ্রামের কৃষক আব্দুল মান্নানের বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় ওই কৃষক নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে শুক্রবার ভোরে সৈয়দপুরের সোনাখুলী গ্রাম থেকে গরু চোর চক্রের মূলহোতা ময়নুলকে গ্রেফতার করা হয়। পরে ময়নুলের স্বীকারোক্তিতে তার বাড়িতে বিশেষ কৌশলে তৈরি করা একটি ঘরের ভেতর থেকে গরু চুরির মামলায় চুরি যাওয়া ৩টি গরুসহ মোট চোরাইকৃত ৮টি গরু উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসআরএস