ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক কর্মকর্তা শফিকুল আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক কর্মকর্তা শফিকুল আর নেই

ঢাকা: ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের সাবেক উপ-প্রধান রসায়নবিদ শফিকুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে। তিনি দ্য ডেইলি সান পত্রিকার প্রধান প্রতিবেদক শওকত আলী খানের মামা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।  

পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলাম চৌধুরী গত সোমবার রাতে হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন। শরীরের অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ প্রাঙ্গনের মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এমইউএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।