নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে শুক্রবার ছিল উৎসব মুখর পরিবেশ। আর্চারির উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্স এর খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশ।
নানা বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যান্ড বাদক দল চারপাশ মাতিয়ে রেখেছিল সারাক্ষণ। পিঠার স্টলগুলোতে মানুষের ভিড় ছিল। মেলার এক রকম আবহ তৈরি হয়েছিল তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের দিনব্যাপী নানা আয়োজন ঘিরে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী, ফরিদপুর ও টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রের পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর চলনবিল এলাকায়। সকাল থেকেই গুরুদাসপুর উপজেলার নানা অঞ্চল থেকে মানুষ জড়ো হতে থাকে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।
আর্চারি প্রতিযোগিতার পাশপাশি ছিল বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সারা বছরই বিভিন্ন খেলার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। খেলাধুলায় এই অঞ্চলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। খুবজীপুরে আর্চারির আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
সরকার থেকে জমি বরাদ্দ পাওয়া গেলে বিদেশি সাহায্য পাওয়া যাবে বলে জানান কাজী রাজীব উদ্দীন আহমেদ। প্রশাসন থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমানের গুরুদাসপুরের সন্তান। তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে এসে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কথা জানিয়েছেন তিনি।
ছেলে ও মেয়েদের আর্চারি প্রতিযোগিতা দারুন জমে উঠেছিল। ছেলেদের রিকার্ভে সোনা জয় করেন সাইফুল ইসলাম। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছেন ইমতিয়াজ ফাতেমী ফুয়াদ ও সাফায়েত হোসেন। রিকার্ভে মেয়েদের ইভেন্টে সোনা জিতেছেন আরোভি আফরোজ। প্রভাতী রায় রৌপ্য ও সমিয়া আক্তার ব্রোঞ্জ জিতেছেন। আর মেয়েদের কম্পাউন্ডে মিথিলা আক্তার সোনা ও স্বর্ণা আক্তার রৌপ্য এবং বৃষ্টি রায় ব্রোঞ্জ জয় করেন।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। নীলফামারী, ফরিদপুর, টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র ও নাটোরের খুবজীপুরে পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এআর/আরইউ