ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপন

কলকাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতার ‘বেকার হোস্টেলে’ তার আবক্ষ ভাস্কর্য প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে বুধবার (৩১ জুলাই)। 

আগামী শনিবার (৩ আগস্ট) এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। এতে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ওঠেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হোস্টেলের কক্ষটি সংরক্ষণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার। ১৯৯৮ সালে ৩১ জুলাই ওই কক্ষটির উদ্বোধন করা হয়। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সেখানে নির্মিত হয় বঙ্গবন্ধুর অাবক্ষ ভাস্কর্য।

কিন্তু বিদ্যমান ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুর চেহারা পুরোপুরি ফুটে না ওঠায় বাংলাদেশ তা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়।  

এ ভাস্কর্যের শিল্পনির্দেশক শেখ আসমান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। ৩৬ ইঞ্চি উচ্চতায় এবং ২৮ ইঞ্চি প্রস্থে ১৭০ কেজি ওজনের হালকা ধূসর ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার হয়েছে সিমেন্ট কাস্টিং। এর স্থপতি লিটন পাল রনি। আরেক শিল্প নির্দেশক মো. আকতারুজ্জামান। মঙ্গলবার (৩০ জুলাই) বেনাপোল হয়ে ভাস্কর্যটি বেকার হোস্টেলে আনা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।