ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে দুইশোর বেশি আসন পাবে বিজেপি: অমিত শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
পশ্চিমবঙ্গে দুইশোর বেশি আসন পাবে বিজেপি: অমিত শাহ

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দুইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দুদিনের সফরে কলকাতায় এসে এমনই দাবি করেছেন অমিত শাহ।

শুক্রবার (৬ নভেম্বর) সল্টলেকের ইজেডসিসি হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কোন হিসাবে ২০০ আসনের দাবি করছেন? এ প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসে ২২টি আসন পাবো বলেছিলাম। তখন আপনারা মানতে চাননি। আজ অন্তত হাসছেন না। আগামী বিধানসভা ভোটে দুইশোর বেশি আসন জিতে সরকার গড়তে চলেছে বিজেপি, বলে গেলাম।

বিজেপি নেতা আরও বলেন, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে কেন্দ্রীয় অর্থায়নের প্রকল্পগুলি রূপায়ন করেনি।

বিজেপি সরকারে এলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে আশ্বাস দিয়ে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসেই চিঠি লিখে টাকা চান। তার হাতে অর্থ গেলে তৃণমূলের ক্যাডাররা খেয়ে নেবেনি। আগামী বছরের মে মাসের পর আপনার অ্যাকাউন্টেই সরাসরি টাকা চলে যাব। কারণ, তখন সরকারে থাকবে বিজেপি।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাঁকুড়া জেলায় রাজনৈতিক কর্মীসভায় একই কথা বলেছিলেন বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি। সেখানেও তিনি বলেছেন, তৃণমূলের শাসন শেষ হচ্ছে। মে মাসের পর বাংলার ক্ষমতায় বসতে চলেছে বিজেপি সরকার। দুইশোর বেশি আসন পাব আমরা। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে বাংলার মানুষ।

বিহারের বিধানসভা নির্বাচন শেষের পথে। এবার লক্ষ্য পশ্চিমবাংলা। বাংলায় বিধানসভা নির্বাচন ২০২১ সালের শুরুর দিকেই। তাই ভোট যুদ্ধে ঢাকে কাঠি পড়ার আগেই অমিত শাহ বুধবার কলকাতা সফরে এসেছিলেন।

বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুই দিন তার রাজনৈতিক কর্মসূচি ছিল রাজ্যে। এবারে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। তাই অমিত শাহ জানেন শুধু মমতা বিরোধী প্রচার করলে হবে না। রাজ্যে আধিপত্য বিস্তার করতে হবে। তাই রাজ্যের আদিবাসী, তফসিলি ও মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংককে টার্গেট করেছে বিজেপি। সেই লক্ষ্যেই এবারের রাজ্য সফর অমিত শাহ’র।

বিহারে ভোটের প্রচারে এবারে দেখা যায়নি অমিত শাহকে। রাজনৈতিক বিশেজ্ঞদের মতে মোদী-শাহর পাখির চোখ বাংলা। তাই পশ্চিমবাংলা বাদে অন্য কোথাও ফোকাস নষ্ট করতে চান না অমিত শাহ। তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে কলকাতায় তার আগমন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।