ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
রাজধানীতে চলন্ত বাসে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৭৫ বছর।

পুলিশ ধারণা করেছে অসুস্থতার জন্য তার মৃত্যু হতে পারে। মৃত বৃদ্ধের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পল্টন মোড়ে বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ প্রেসক্লাবের বিপরীত পাশ থেকে গুলিস্তানগামী মিডলাইন নামে একটি বাসে ভিক্ষা করতে উঠেন। পল্টন মোড়ে আসলে বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে যান। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, ওই বৃদ্ধ বাসে বাসে ভিক্ষা করতেন। আজকেও ভিক্ষার করার জন্য ওই বাসে উঠেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ