ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন খতিয়ে দেখা হবে: মুখপাত্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন খতিয়ে দেখা হবে: মুখপাত্র সেহেলী সাবরীন

ঢাকা: বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্টু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, স্বাধীন মতপ্রকাশে বাধাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেওয়া প্রতিবেদন বিচার বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের পয়েন্টগুলো আমরা খতিয়ে দেখছি। সেখানকার পয়েন্টগুলো যাচাই-বাছাই করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে। এটি নিয়ে আমরা কাজ শুরু করেছি।

এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়া এবং তিস্তা পানি চুক্তি সম্পাদনের ব্যাপারে অগ্রগতি জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে দেশে আনতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। এটি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়ে থাকে। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও আমরা আশাবাদী।

এছাড়াও মানব পাচারের অভিযোগে সৌদি আরবে আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে সেখানের বাংলাদেশ দূতাবাস খোঁজ খবর রাখছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আটক ছয় নাগরিকের বিষয়ে আমরা জানতে পেরেছি। দূতাবাস তাদের জন্য কাজ করছে। ওয়াশিংটনের বাংলাদেশ মিশন থেকে অর্থ বেহাত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেখানের মিশনে এটি জানতে চাওয়া হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পেলেই সবাইকে জানানো হবে।

এর আগে ২০ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।