ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে টেনে কাটা পড়ে মুন্নী খানম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মুন্নী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানান, মেয়েটি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোন বাড়িতে যাচ্ছিল। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবীর নামে এক ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মেয়েটির ফোনের ডায়াল কলেও অভিযুক্ত ছেলেটির নম্বর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।