ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ৪, ২০২৩
রাজধানীতে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ মো. কামাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তান বাজার এলাকার ভিস্তা লাইটিং (বিডি) ইলেকট্রনিকস দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামিকে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আসামি কামালের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।