ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেট ফেনসিডিলসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সিলেট ফেনসিডিলসহ যুবক আটক

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে ফেনসিডিলের চালানসহ আইন উদ্দিন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৩ মে) ৫ নম্বর উত্তর রণিখাই ইউপির বতুমারা নোয়াগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার ঘর তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক আইন উদ্দিন বতুমারা গ্রামের মো. আবুল বারী ওরফে আব্দুল বারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা শাখার (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেনের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলের চালানসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এর আগে শুক্রবার (১২ মে) বিকেলে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট থেকে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ করিম উদ্দিনকে(২৪) নামে এক যুবককে আটক করা হয়। এ নিয়ে একদিনের ব্যবধানে দুই মাদকের চালান জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এনইউ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।