ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ঝিনাইদহে ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন।  

সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত শাখাওয়াত হোসেন শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের লুৎফর হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, রোববার দিনগত রাত ৩টার দিকে ব্যাটারি চালিত ইজিবাইকে তিন যাত্রী নিয়ে শাখাওয়াত শৈলকুপা উপজেলার দিঘল গ্রামে ফিরছিলেন। এরপর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনরা। পরে সকালে একই উপজেলার চাপড়ী গ্রামের মাঠে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।  

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। মরদেহের সঙ্গে  মোবাইল ফোন ও টাকা-পয়সা পাওয়া যায়নি, তবে ইজিবাইকটি পাওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।